
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সম্ভাব্য প্রাপ্যদের তালিকা তৈরি করে কার্ড প্রদান করে বিশেষ ওএমএস চালু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন সরকার। বুধবার খাদ্যমন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ দিয়ে সকল জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা বিশেষ ওএমএস (১০ টাকা কেজি মূল্যের চাল) সুবিধা পাবেন তাদের তালিকা করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। তবে যারা সামাজিক সুবিধা অর্থাৎ খাদ্যবান্ধব কর্মসূচী, ভিজিএফ সুবিধা বা অন্যান্য সুবিধা পেয়ে আসছেন তারা এই সুবিধা পাবেন না। তাদের বাদ দিয়ে অন্য প্রাপ্যদের কার্ড প্রদান করা হবে। কার্ড ছাড়া কাউকে বিশেষ ওএমএসের সুবিধা দেয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকদের কাছে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচীর কোন কার্ড নেই এমন দরিদ্র ও নিম্ন বিত্তদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ দেয়া হয়েছে।
জেলা প্রশাসকদের কাছে পাঠানো খাদ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত রয়েছে তাদেরকে এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করতে হবে।
