Daily Gazipur Online

তিতুমীর কলেজ থেকে জেকেজির সাড়ে ৩ হাজার পিপিই উদ্ধার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজধানীর সরকারি তিতুমীর কলেজ থেকে জেকেজির সাড়ে তিন হাজার পিপিই উদ্ধার করেছে স্বাস্থ্য অধিদপ্তর।মঙ্গলবার সেখান থেকে জেকেজির সব মালামাল নিয়ে যাওয়া হয়।
দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই তিতুমীর কলেজ ক্যাম্পাসে করোনা বুথ স্থাপন ও ক্যাম্প করে নমুনা সংগ্রহের কাজ করে আসছিলেন জেকেজি হেলথ কেয়ারের কর্মীরা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী গ্রেপ্তারের পর মাস্ক, গ্লাভস, পিপিই, ব্যবহৃত জামা-কাপড়সহ করোনা পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ ফেলে কর্মীরা পালিয়ে যান।
করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুন গ্রেপ্তার হন আরিফুল হক চৌধুরী। এরপর থেকেই আলাচনায় ছিলেন তার স্ত্রী ডা. সাবরীনা আরিফ। পরে গত রোববার তাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন গতকাল সোমবার সাবরীনাকে রিমান্ডে নেওয়া হয়।