তুরাগের দোকান-শপিং মল খুললেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব

0
234
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনাকালীন সতর্কতা ও সামাজিক দূরত্ব রক্ষার শর্তে সরকারের ঘোষণার পর বৃহস্পতিবার থেকে রাজধানীর তুরাগ, উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানের মার্কেট-শপিং মল খুলেছেন ব্যবসায়ীরা। পুলিশের নিকট অভিযোগ রয়েছে এসব এলাকাগুলোতে দুই-একটি ছাড়া বেশিরভাগ মার্কেটগুলোতে মানা হয়নি নিয়মকানুন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটা তুরাগ, উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানের মার্কেট-শপিং মলগুলোতে পরিদর্শনে আসেন ডিএমপি‘র উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুজ্জামান সরদার ওসি তপন চন্দ্র সাহা, নুর-ই-আলম, নূরুল মোত্তাকিন সহ এ জোনের উর্ধ্বতন পুলিশের কর্তকর্তারা। প্রথমে সকাল ১০টা রাজধানীর তুরাগ এলাকায় প্রতিটি দোকান ও মার্কেটগুলোতে সামাজিক দূরত্ব, মুখে মাস্ক ও হ্যান্ড গøালস ব্যবহার নিশ্চত করেন। পরে, উত্তরার নর্থ টাওয়ার, রাজউক মাকের্ট, পলওয়েল মাকের্ট সহ এক যুগে পরিদর্শন পরিচালনা করে ডিএমপির পুলিশ।
পরিদর্শনের সময় উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, বেশিরভাগ ব্যবসায়ীরা সরকারের নিয়ম মানছেন না এমন অভিযোগের ভিক্তিতে পরিদর্শনে আসা। প্রথম দিনে তাদের সতর্ক করা হচ্ছে। আমরা জনগণকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। ব্যবসায়ীরা নিয়ম কানুন মেনে ব্যবসা করতে পারলে করবে; না হলে তাদের দোকান বন্ধ রাখতে হবে। আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। নিয়ম মেনেই মার্কেট চলবে। এ ক্ষেত্রে যদি ব্যবসায়ীরা সচেতন না হন, তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও, রাজধানীর উত্তরা থেকে অন্য জেলায় বা অন্য জেলা থেকে উত্তরাতে বিনা কারনে প্রবেশ করতে পারবে না। উত্তরা বিভাগের পুলিশের পক্ষ থেকে আশুলিয়া, আব্দুল্লাপুর, এ্যায়াপের্ট এলাকায় চেকপোর্ট বসানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here