তুরাগে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২

0
231
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানী তুরাগে অভিযান চালিয়ে মাদক বিক্রি করা অবস্থায় দুই ব্যবসায়ীকে আটক করে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে তুরাগের গুলগুলার মোড়ে শারিমন প্লাস মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়া ব্যাক্তিরা হলেন- মোঃ বিল্লাল (৩২) ও মোঃ ওমর ফারুক (২৫)।
জানা যায়, আটক মাদক ব্যসায়ী মোঃ বিল্লাল বি-বাড়ীয় জেলার কসবা থানার চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সে বাটুলিয়া মিজানের বাড়ীতে ভাড়া থাকতেন। অপর আসামী ওমর ফারুক শুক্রাভাঙ্গা এলাকায় বসবাস করতো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহিনুর রহমান খান, এএসআই হরিদাস রায়, এএসআই কুদ্দুস মল্লিক, এএসআই ফারুক মল্লিক শেখ, এএসআই আশিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীর নিকট হতে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা তুরাগের গুলগুলা মোড় এলাকায় দীর্ঘদিন যাবৎ তরুন, যুব সমাজের মাঝে ইয়াবা বিক্রি করে আসছিলো। পুলিশ অনেকবার অভিযান চালিয়েও আসামিদেরকে আটক করতে পারেনি।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০ পিছ ইয়াবাসহ তাদেরকে হাতে নাতে আটক করে।
এ বিষয়ে তুরাগ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহর জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তুরাগ থানা পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছে। তাই মাদক ব্যবসায়ী সমাজের যেই শ্রেণীর লোকই হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here