
মোঃরফিকুল ইসলাম মিঠু :রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম- মোঃ মামুন শিকদার (২৮)। এ সময় তার হেফাজত হতে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৫ জুলাই, ২০২১) রাত সোয় আটটায় তুরাগ থানার ধউর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুন ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
