মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ আব্দুল কাদের (৩২)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, বুধবার (১৯ জুলাই, ২০২১) দিবাগত রাত ১২:৩০ টায় তুরাগ থানার দিয়াবাড়ী পুলিশ ফাঁড়ির উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে কাদেরকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে ।