তুরাগে কৃষকলীগ নেতার উপর হামলা

0
188
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে কৃষকলীগ নেতা মোঃ নাসির উদ্দিন নাসিরের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটেছে । এই ব্যাপারে কৃষকলীগ নেতা বাদি হয়ে হামলাকারিদের বিরুদ্ধে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ৯ জুলাই ) সকাল ১১টার দিকে তুরাগ থানার অন্তর্গত ঢাকা উত্তর সিটির ৫৪নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস সংলগ্ন ( কামারপাড়া ) রাস্তার পাশে হামলাকারী জৈনক নাগর আলী ওরফে ময়লা নাগরের একটি প্লাস্টিক পণ্য সামগ্রীর দোকান রয়েছে । উক্ত দোকানের মালামাল রাস্তার একটি অংশ দখল করে রাখায় রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে । এমতাবস্থায় ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ নাসির উদ্দিন নাসির মটর সাইকেল যোগে ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা হওয়ার কারনে দোকান মালিক নাগর আলী ওরফে ময়লা নাগরকে রাস্তা থেকে মালামাল সরিয়ে নিতে অনুরোধ করে চলে যায় । প্রায় ঘণ্টা খানেক পরে ফিরার পথে দেখতে পায় রাস্তা থেকে দোকানের মালামাল সরানো হয়নি । তখন নাসির রাস্তা থেকে মালামাল না সরানোর কারন জানতে চাইলে দোকান মালিক নাগর ক্ষিপ্ত হইয়া নাসিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে । নাসির এর প্রতিবাদ করলে দোকান মালিক নাগরের বখাটে ছেলে আলাউদ্দিন ( ২২ ) একটি চাকু নিয়ে অতর্কিত ভাবে ঝাপিয়ে পড়ে নাসিরের উপর এবং এলোপাথাড়ি ভাবে নাসিরকে চাকু দ্বারা আঘাত করার চেষ্টা করে । নাসির বাঁচার জন্য চাকুর আঘাত ফিরানোর চেষ্টা করলে তার দুই হাত মারাত্মক জখম হয় । এদিক দিয়ে নাগর আলীও নাসিরকে কিল ঘুষি মারতে থাকে । এক পর্যায় নাসির চাকু সহ আলাউদ্দিনকে ঝাপটে ধরলে আলাউদ্দিনের হাতে থাকা চাকুতে তার পেট সামান্য কেটে যায় । এমতাবস্থায় পথচারীরা নাসিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারী হাসপাতালে পাঠায় । প্রাথমিক চিকিৎসা শেষে কৃষকলীগ নেতা মোঃ নাসির উদ্দিন নাসির বাদি হয়ে তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এদিকে দোকান মালিক নাগর আলী ওরফে ময়লা নাগরও নাসিরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে থানায় একটি পাল্টা অভিযোগ দায়ের করেন । এই ব্যাপারে জানতে অভিযুক্ত নাগর আলীর ব্যবহৃত মুঠো ফোনে যোগাযোগ করা হলে প্রতিবেদককে তিনি বলেন, আমি আমার আইওর সাথে কথা বলে আপনাকে জানাবো বলে ফোন কেটে দেন । এই ব্যাপারে জানতে তুরাগ থানায় যোগাযোগ করা হলে থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোহাম্মদ সফিউল্লাহ বলেন, উক্ত ঘটনায় থানায় পৃথক ২টি অভিযোগ দায়ের হয়েছে । ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে । এদিকে কৃষকলীগ নেতার উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল । তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here