এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর তুরাগে ডাকাতির ঘটনায় দক্ষিণ-কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জ মডেল পৃথক দু;টি থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির লুন্ঠিত স্বর্ণের ঘড়ি, মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোস্তফা (৩৫), মোঃ রফিক (৩২), মোঃ বিল্লাল হোসেন (৩০) ও খোকন মিয়া (৫৫)।গ্রেফতারের পর বৃহস্পতিবার ডাকাত দলের সদস্য মোস্তফা ও রফিককে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানী শেষে বিঞ্জ আদালতে তাদের দুই জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপর দিকে ডাকাত খোকন মিয়া, বিল্লাল হোসেন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে তুরাগ থানার দিয়াবাড়ি ৪ নম্বর ব্রীজে ডাকাতরা রাস্তায় কংক্রিট, পাথর দিয়ে রাস্তা ব্লক করে একটি ট্রাক এবং একটি প্রাইভেটকারের যাত্রীদের স্বর্ণের ঘড়ি, ব্রেসলেট, ডায়মন্ডের আংটি, নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এ সংক্রান্তে ঘটনার পর দিন (৬ অক্টোবর) বৃহস্পতিবার তুরাগ থানায় একটি মামলা রুজু করা হয়।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, ডাকাতির ঘটনায় কোন ক্লু না থাকায় বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতদের সনাক্ত করা হয়। বুধবার ( ৪ নভেম্বর) দিবাগত রাতে দক্ষিণ-কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে লুন্ঠিত স্বর্ণের ঘড়ি, মোবাইল ফোন ও চাকু উদ্ধার করা হয়।
ওসি মেহেদী হাসান আরো বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদ শেষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে গ্রেফতারকৃত ডাকাত খোকন মিয়া, বিল্লাল হোসেন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।
তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অপর গ্রেফতারকৃত ডাকাত মোস্তফা ও রফিককে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ।