Daily Gazipur Online

তুরাগে ধউর আশুতিয়া সার্বজনীন মহা শ্মশানের ভিত্তিপ্রস্তুত উদ্বোধন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগের ধউর চৌরাস্তা সংলগ্ন “ধউর আশুতিয়া সার্বজনীন মহা শ্মশান” এর ভিত্তিপ্রস্তুত কাজের উদ্বোধন ও নাম ফলক উন্মোচন করা হয়েছে । সোমবার (৬ই জুন) সকাল ১১টার দিকে তুরাগের ধউর চৌরাস্তা সংলগ্ন এলাকায় নির্মিত ধউর আশুতিয়া সার্বজনীন মহা শ্মশান নামক শ্মশানটির ভিত্তিপ্রস্তুত কাজের উদ্বোধন ও নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা- ১৮ আসনের সাংসদ আলহাজ হাবিব হাসান । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধউর আশুতিয়া সার্বজনীন মহা শ্মশানের সভাপতি শ্রী বিরেন্দ্র চন্দ্র ঘোষ, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ নাসির উদ্দিন, ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, তুরাগ থানা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ আব্দুল বারিক, তুরাগ থানা যুবলীগের আহŸায়ক নিত্য চন্দ্র ঘোষ, ৮নং ইউনিট আওয়ামীলীগের সভাপতি শিব চরন বিশ্বাস শিবু, ৫৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি নাসির উদ্দিন নাসির, শ্রীমান মনোরঞ্জন ঘোষ মনা, বিপ্লব কুমার ঘোষসহ স্থানীয় আওয়ামী- ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ।