তুরাগে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত

0
174
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস তুরাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিসসটি উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৫৩ নম্বর ওয়ার্ডস্থ উত্তরা রূপায়ন সিটির সামনে সোনার গাঁও জনপথ সড়ক সংলগ্ন খালপাড় ট্রাকস্ট্যান্ডের রাস্তার পাশে আজ শনিবার দুপুরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান, ডিএনসিসির ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খানসহ ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর,মহানগর উত্তর আওয়ামীলীগ সহ বিভিন্ন থানার নেতাকর্মীরা সাথে ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হাজী মো: কফিল উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক নূর হোসেন, উত্তরা -তুরাগ ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মোস্তফা মাতাব্বর, ঢাকা মহানগর উত্তরের যুবলীগের সহসম্পাদক আবুল কালাম রিপন, ৫৩ নম্বর ওয়ার্ড প্রভাবশালী যুবলীগ নেতা মো: তৈয়্যবুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ, থানা, ইউনিট কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদসবৃন্দের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সকলের মধ্যে দুপুরে খাবার হিসেবে খিচুরী বিতরণ করা হয়।
এদিকে, আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তুরাগের কামারপাড়া স্কুল এন্ড কলেজ মোড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান ও সাধারন সম্পাদক এস এম মান্নান কচি এবং সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান সহ ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নাসির উদ্দিন আরো উপস্থিত ছিলেন ৫৪ নং ওয়ার্ডের গণমানুষের অভিভাবক জাহাঙ্গীর হোসেন যুবরাজ সহ তুরাগ থানা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ এবং সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। এসময় দলীয় নেতাকর্মীরা সবাই একত্রিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here