তুরাগে মাদকের ডিলার বাপ- বেটাসহ গ্রেপ্তার- ৪

0
17
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে মাদকের ডিলার মোঃ জয়নাল (৬৬) ও তার দুই ছেলে নাজমুল (৩০), সোহাগ (২৮) সহ ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) । মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তুরাগের বাউনিয়া বটতলা উত্তর পাড়ায় ডিলার জয়নালের নিজ বাড়ির সামনে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উত্তরের উপপরিচালক মো. শামীম আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রি করে আসছিল । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় । তিনি আরও জানান, জয়নাল ও তার ছেলেরা মিলে বিভিন্ন কৌশলে মাদকের কারবার পরিচালনা করে আসছিল । বেশ কিছুদিন ধরে তার কার্যক্রম ও গতিবিধি মনিটরিং করা হচ্ছিল । এরই ধারাবাহিকতায় উক্ত মাদকের ডিলার বাপ- বেটাদের গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই । মাদকের ডিলার জয়নালসহ তার ছেলেদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তারা আলোচিত মাদক ব্যবসায়ী বলেও জানান এলাকাবাসী ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here