তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী- স্ত্রী গ্রেপ্তার

0
21
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ২১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির ২২৭০০ টাকাসহ দুই মাদক কারবারি ( স্বামী- স্ত্রী)”কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী । সোমবার ( ৩০শে সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তুরাগের ভাটুলিয়া এলাকা থেকে আবুল কালাম ( ৪২) ও মিতা (৪০) নামে নামে এই দম্পতিকে গ্রেপ্তার করে যৌথবাহিনী । এসময় তাদের হেফাজত থেকে ২১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ২২৭০০ টাকা, ইয়াবা সেবনে ব্যবহৃত কয়েক বান্ডিল ফুয়েল পেপারসহ মাদক সেবনের বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানা অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । গ্রেপ্তারকৃত আবুল কালাম গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীর মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও আটক কৃত মিতা একই এলাকার সাত্তার গাজীর মেয়ে । বর্তমানে তারা ভাটুলিয়া এলাকার জৈনক মফিজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিশেবে বসবাস করতেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here