

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর তুরাগ থানাধীন কামার পাড়া নতুন বাজার এলাকা থেকে, দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন তুরাগ থানার পুলিশ, গ্রেপ্তারা হলেন(১) মোঃ সেফায়েত হোসেন (২৮)ও (২)খাইরুল বশর (৩৪) এসময় তাদের হেফাজত হতে ২২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন তুরাগ থানার উপপরিদর্শক আল আরাফাত মিঠুন। তিনি জানান(,০৯ নভেম্বর)বৃহস্পতিবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কামার পাড়া নতুন বাজার এলাকা হতে,টেকনাফ থেকে আশা মাদক ব্যবসায়ীদেরকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইবায়াসহ গ্রেফতার করেন। গ্রেপ্তারের পর তাদের কাছে পাওয়া মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত মালামালসহ ১০-নভেম্ব ২০২৩ইং তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয় মামলা নং ১১। নেতৃত্বে ছিলেন -এসআই আল আরাফাত মিঠুন,বিপি-সহকারী এএসআই আহসান হাবীব ও এএসআই আব্দুল-মোতালেব গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- মওদুদ হাওলাদার,-সাথে কথা বলে জানা যায় – তাঁরা দুইজন মাদক কারবারি- জব্দকৃত মালামালসহ তাদের বিরুদ্বে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
