
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে ইয়াবা পাচারের অভিযোগে আসমা বেগম (৩৪)নামে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। সোমবার দুপুরে তুরাগের খায়ের টেক এলাকায় অভিযান চালিয়ে ঐ নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় । এসময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যা ব । সোমবার দুপুরে র্যািব-২–এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যা বের ভাষ্য, আসমা বেগম শীর্ষ নারী মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত মাদক পরিবহনে নিত্যনতুন ও অভিনব কৌশল অবলম্বন করছে।দেশের বিভিন্ন প্রান্তে মাদক পাচারের ট্রানজিট হিসেবে ঢাকাকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। মিয়ানমার থেকে নৌপথে আগত ইয়াবা ট্যাবলেটের চালানগুলো কক্সবাজার থেকে সড়ক, রেল ও আকাশপথে ছড়িয়ে পড়ছে সারা দেশে। গতকাল বেলা দেড়টার দিকে র্যারব-২–এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর তুরাগ থানাধীন উত্তর খায়েরটেক এলাকার খাদেমুল ইসলামের টিনশেড বাড়ির ভেতরে বেশ কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা বেচাকেনার জন্য অবস্থান করছে। পরবর্তী বেলা সাড়ে তিনটার দিকে খাদেমুলের বাড়ির সামনে আসে র্যা ব- ২এর সদস্যরা । র্যা বের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন আসমা বেগম। এসময় তাঁকে গ্রেপ্তার করে র্যাযব । গ্রেপ্তারের পর র্যা বের নারী সদস্যরা তাঁকে তলাশি করেন। এ সময় তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৩ হাজার ৫০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র্যা বের পক্ষ হতে আসমার বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
