
এনামুল হক : ময়মনসিংহের ত্রিশালে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রিশাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এবং উপজেলা প্রসাশনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করনীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার জুবায়রা সুলতানা, উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার, ইউডিসি উদ্যোগক্তা কমিটির সভাপতি হুমায়ন কবীর লিটন, সাধারন সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
