
মোঃরফিকুলইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোছাঃ জননেছা (৩০)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ৪০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা জানান, মঙ্গলবার (২৭ জুলাই, ২০২১) বিকাল ৪:৪৫ টায় দক্ষিণখান থানার নদ্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জননেছা ইয়াবা বিক্রির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা রুজু হয়েছে।
