দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি পুকুরে ভেসে উঠল যুবকের লাশ

0
30
728×90 Banner

মোঃ রফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি পুকুরে ভেসে উঠল যুবকের লাশ । শুক্রবার সকালে দক্ষিনখান চেয়ারম্যান বাড়ি পুকুরে লাশ ভাসতে দেখে পুকুরের চতুরর্পাশে ভিড় করে স্থানীয় জনতা।
ঘটনা স্থলে গিয়ে জানা যায়, গত ২৬/৯/২০২৪ ইং তারিখে সকাল ১১:৩০ ঘটিকার সময় বাসা থেকে বেরিয়ে আসে সাফায়েত হোসেন ভুইয়া সাকিব। রাতে বাসায় না ফেরার কারণে আত্মীয়-স্বজন সবাই মিলে খোঁজাখুঁজি করে ।পর দিন দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি পুকুরে লাশ ভাসতে দেখে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণখান থানা পুলিশ। পরিচয় পেয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন তারা। পরবর্তীতে লাশ নিয়ে গ্রামের বাড়ি রামগঞ্জ (নোয়াখালীতে) দাফন করা হয় ।এ বিষয়ে দক্ষীণখান থানার এসআই জাহাঙ্গীর জানান সাফায়েত হোসেন ভূঁইয়া সাকিবের পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা যায় সাকিবের কোন শত্রু ছিল না শাকিব পানিতে পড়েই মৃত্যু বরণ করেন। কারণ সে সাঁতার জানতো না।
এটি একটি দুর্ঘটনা এই বিষয়ে তার পরিবারের কোন অভিযোগ নেই। এলাকাবাসী জানান পরিবারসহ দীর্ঘদিন ধরে উত্তরখান থানাধীন শ্যামলবাগ এলাকায় বসবাস করে আসছেন সাকিবের পরিবার। এ বিষয়ে দক্ষিণ খানের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন কে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here