

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
আজ রবিবার ১৮ সেপ্টেম্বর সকালে দক্ষিণখান চেয়ারম্যান বাড়ি এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জল হোসেন এই টিকা কেন্দ্র উদ্বোধন করে বলেন, করোনা আস্তে আস্তে বাড়ছে।আমাদের এবং আমাদের পরিবারের কথা চিন্তা করে এখনি সচেতন হতে হবে।সরকার আমাদের পরবর্তী প্রজন্মর কথা চিন্তা করে শিশুদের করোনা টিকা দিচ্ছে।আমরা সরকারকে সাধুবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগ গ্রহন করার জন্য।
টিকা কেন্দ্রের সদস্য এনামুল হক বলেন,আজ ১৮ সেপ্টেম্বর হতে চারদিন পর্যন্ত উওর সিটি করপোরেশনের ৪৮ নং ওয়ার্ডে এই কার্যক্রম চলবে।সকাল থেকে অনেক শিশু বাচ্চারা এই টিকা গ্রহন করছেন।
