দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬২

0
27
728×90 Banner

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন।
রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সকালে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিল। খবর বিবিসির।
দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ছিলেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা রয়টার্সকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, বিমানের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন।
দুর্ঘটনার কারণ এখরো জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here