Daily Gazipur Online

দক্ষিন খানের রাস্তার একি হাল

মোঃরফিকুল ইসলাম মিঠু:দক্ষিনখানের রাস্তাঘাটের বেহাল দশা দেখার কেউ নেই।ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডের কাঁচাবাজার সংলগ্ন সিএনজি পাম্প থেকে মাটির মসজিদ পযর্ন্ত রাস্তায় সারা মাস পানি জমে থাকে।এ এলাকায় প্রায় ৩০হাজার লোকের বসবাস।