Daily Gazipur Online

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে মুজিব শতবর্ষ উৎসব

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি কে. এম. মোজাম্মেল হক এবং সঞ্চালনায় ছিলেন কলজের অধ্যক্ষ আলমগীর ।