

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জননন্দিত ও বহুল প্রচারিত ফলোআপ পত্রিকার দিনব্যাপী আলোচনা, মতবিনিময় সভা ও “মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবাদিকতা” শীর্ষক কর্মশালা ৮ জুলাই ২০২৩ শনিবার দিনাজপুর শহরের স্টেশন রোডস্হ ফলোআপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফলোআপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ।
সভা ও কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুরের প্রধান আইন কর্মকর্তা এড. রবিউল ইসলাম রবি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার প্রথিতযশা সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার এবং দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান। কর্মশালার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান এবং গাইবান্ধা জেলার দৈনিক জনসংকেত পত্রিকার প্রকাশক ও সম্পাদক দীপক কুমার পাল। সাপ্তাহিক ফলোআপ পত্রিকার নির্বাহী সম্পাদক লায়ন শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সঞ্চালক ছিলেন ফলোআপ পত্রিকার বার্তা সম্পাদক মো: আতিয়ার রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্য হতে বক্তব্য রাখেন ফলেআপ পত্রিকার আইন উপদেষ্টা এবং জাতীয় সাংবাদিক সোসাইটির সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল দিনাজপুর জেলা শাখার চেয়ারম্যান এড. গোলাম ফারুক এবং বৈশাখী টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এবং দৈনিক উত্তরবাংলা পত্রিকার যুগ্ম সম্পাদক একরামুল তালুকদার।
ফলোআপ পত্রিকায় যেসকল সাংবাদিক বিশেষ ধরনের সংবাদ প্রকাশ করে জণগনের কল্যাণে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
ফলোআপ পত্রিকার কর্মশালা এবং জাতীয় সাংবাদিক সোসাইটির দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলার সকল উপজেলার ৫৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিরহার ছিল শতভাগ। অনুষ্ঠানের শৃঙ্খলা ও সফলতায় উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে সকল সাংবাদিকদের ডিজিটাল কিউআর কোড সম্বলিত আধুনিক পরিচয়পত্র এবং ফিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে লাগাতার চা-চক্রসহ দুপুরে ভোজের ব্যবস্হা ছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জাতীয় সাংবাদিক সোসাইটির দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার সকল জেলা শাখা এবং উপজেলা শাখার কর্মকান্ড ও সাংগঠনিক তৎপরতা আরো জোরদার করার জন্য বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ। জাতীয় সাংবাদিক সোসাইটির আলোচনা ও মতবিনিময় সভার মুখ্য আলোচক জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান দীপক কুমার পাল উপস্থিত সকল সাংবাদিকদের বলেন, এখনও যে সব শাখা কেন্দ্রীয়ভাবে অনুমোদন করিয়ে নেওয়া হয়নি, সে সকল শাখার সাংবাদিকদের গঠনতন্ত্র অনুসারে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কোনো ফি ব্যতীরেকেই কেন্দ্রীয়ভাবে শাখার অনুমোদন করিয়ে নেওয়ার পরামর্শ প্রদান করেন।
