দীর্ঘস্থায়ী বন্যা মোকাবেলায় বিশেষ ‘টাস্ক ফোর্স’গঠন করুন–বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

0
164
728×90 Banner

ডেইলি গাজীপুর (সংবাদ বিজ্ঞপ্তি):বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ঈদের আগে বন্যাদুর্গত প্রতিটি পরিবারের কাছে জরুরী ভিত্তিতে খাদ্য, পানি বিশুদ্ধকরণ টেবলেটসহ ঔষধসামগ্রী ও নগদ টাকা পৌঁছাতে ত্রান-পুনর্বাসন মন্ত্রণালয়সহ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তিনি বলেন বন্যা কবলিত ৩১টি জেলার লক্ষ লক্ষ বানভাসি পরিবারের ঘরে ঘরে এখন হাহাকার। তাদের অধিকাংশেরই ঘরে খাবার নেই, হাতে নগদ টাকা নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, অনেকেই আশ্রয়হীন হয়ে স্থানীয় স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে। হাঁস-মুরগী আর গবাদি পশু নিয়ে তারা পড়েছেন মহাবিপদে। তিনি স্কুল-কলেজে-বাঁধের উপর আশ্রয় নেয়া পরিবারসমূহের জন্য লংগরখানা খোলারও দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হবার কারনে কৃষকের ফসলহানিসহ সমূহ বিপদের ঝুঁকি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ৮০ থেকে ৮৫ শতাংশ বানভাসি মানুষের কাছে এখনও কোন ত্রাণসামগ্রী পৌঁছেনি। সরকারি ত্রাণ তৎপরতা এখনো অনেকটাই প্রচারসর্বস্ব।
তিনি বন্যাউত্তর কৃষি পুনর্বাসনসহ দুর্গত আড়াই-তিন কোটি মানুষকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিশেষ উদ্যোগ নেবারও পরামর্শ দেন।
বিবৃতিতে তিনি বন্যা দুর্গত মানুষকে রক্ষায় সমাজের বিত্তবান অংশকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে তিনি পার্টির নেতাকর্মী ও শুভাকাংখীদেরকেও বানভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here