ডেইলি গাজীপুর প্রতিবেদক: দূর্নীতিগ্রন্থ টেলিটক ম্যানেজমেন্টের পদত্যাগ ও সংস্কারের দাবীতে টেলিটক ডিলারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ( টিডিএবি) আজ রোববার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির “সাগর রুনী” হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন টেলিটক ডিলার’স এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর ও মোঃ নূরুল ইসলাম। সংবাদ সম্মেলনে,ডিলার হাউজের ভাড়া, কর্মচারীদের বেতন ভাতা এবং ডিলারদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট সহ সীমের SAF ও Usage কমিশন পরিশোধ এবং দূর্নীতিগ্রন্থ টেলিটক ম্যানেজমেন্টের পদত্যাগ ও সংস্কারের দাবীসহ সকল বকেয়া ও ন্যায্য পাওনা আদায়ের দাবি জানান।এসময় গাজীপুরের ডিলার ওসমান গনিসহ সারাদেশের অসংখ্য ডিলার উপস্থিত ছিলেন।
দূর্নীতিগ্রন্থ টেলিটক ম্যানেজমেন্টের পদত্যাগ ও সংস্কারের দাবীতে সংবাদ সম্মেলন
