দেশের মানুষ পুলিশকে আপন করে নিয়েছে : ডিএমপি কমিশনার

0
195
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের মানুষ পুলিশকে আপন করে নিয়েছে।
দেশে করোনাভাইরাস মোকাবেলায় পুলিশ নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে যাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এতে করে সারা দেশে পুলিশের একটি ভাবমূর্তি তৈরি হয়েছে। মানুষের এই ভালবাসাকে ধরে রাখতে আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে হবে।
তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় তিনি করোনা মোকাবেলায় সম্মুখ যোদ্ধাদের অভিনন্দন জানান। এছাড়া যে সকল পুলিশ সদস্য করোনা যুদ্ধে শহীদ হয়েছেন তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণকারী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন নিজ নিজ আসন গ্রহন করেন।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা করোনা মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছি। আইজিপি স্যারের নেতৃত্বে আমাদের মেডিকেল টিম সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
পরিবহন সেক্টরে চাঁদাবাজী প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকটা থানা এলাকার কোথাও যেন পরিবহণ সেক্টরে কোন প্রকার চাঁদাবাজি না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনাও প্রদান করেন ডিএমপির পুলিশের এই কর্মকর্তা।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে ডিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন বিপিএম (সেবা), পিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here