দেশে দুইশতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবেঃ খাদ্যমন্ত্রী

0
196
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কৃষকদের স্বার্থ সংরক্ষণ না করলে দেশ পিছিয়ে যাবে। তাই সারা দেশে ধান সংরক্ষণের জন্য ২ শতাধিক আধুনিক সাইলো নির্মাণ করা হবে যাতে ধান উৎপাদনের সঙ্গে সঙ্গে কৃষকরা বিক্রি করতে পারেন। এছাড়া দেশের চাহিদা মিটিয়ে প্রয়োজনে বাইরে চাল রপ্তানি করা যেতে পারে। সে ক্ষেত্রে উৎকৃষ্ট মানের চাল উৎপাদন করতে হবে।
রবিবার (৪ অগাস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউস হলরুমে জেলার খাদ্য কর্মকর্তা ও মিল মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, বন্ধ মিল কোনোভাবে চাল বরাদ্দ পাবে না। বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। হাসকিং মিল প্রতিযোগিতায় টিকতে পারছে না। তাই তাদেরও প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয় মিল স্থাপন করতে হবে। তিনি বলেন, দেশে খাদ্যগুদামের জায়গা অনেক কম। তারপরও এবার প্রায় ২৮ লাখ টন ধান ও চাল কেনা হচ্ছে।
কুষ্টিয়াতেও বেশ কয়েকটি সাইলো ও গুদাম নির্মাণ করার কথা জানান মন্ত্রী। পাশাপাশি মিল মালিকদের বলেন, আপনারা সৎভাবে ব্যবসা করবেন। আমাদের কর্মকর্তাদের নষ্ট করবেন না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here