
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় শনিবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপায় দৈনিক উত্তর কোণ পরিবারের পক্ষ থেকে ২শতাধিক কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে নদগ অর্থ ও ত্রান সামগ্রী বিতরন করেন প্রধান অতিথি দৈনিক উত্তর কোন পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান। ত্রান বিতরন উপলক্ষে দৈনিক উত্তর কোন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়ের সভাপতিত্বে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোন পত্রিকার প্রকাশক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় তিনি তাঁর বড় ভাই দৈনিক উত্তর কোণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকায় দেশবাসী’সহ সকলের নিকট দোয়া চান। আজাদ মঞ্জিল চত্তরে বেগম হায়াতুন নেছা সিরাজুল হক হাফেজিয়া মাদ্রাসা মাঠে ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, পরিবারের সদস্য তাহরিমা আফরিন তমা, হারিছা জামান আরশি, দৈনিক উত্তর কোণ পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক আল আমিন মন্ডল, গাবতলী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল, গাবতলী থানা ছাত্রদলের সাবেক আহবায়ক মহব্বত আলী ও ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মহন ও উজ্জল হোসেন প্রমূখ। ত্রান সামগ্রী মধ্যে ছিল (নগদ অর্থ ও চাল, মসুর ডাল, মাস্ক, ট্যাং, স্যালাইন, সাবান)।
