দ্বিপক্ষীয় সহযোগিতায় সোনালি সম্ভাবনা দেখছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে অস্ট্রেলিয়া ‘উদ্যমীভাবে কাজ করতে চায়’ উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, বৃহত্তর ক্ষেত্রে সহযোগিতা এবং সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সোনালি সুযোগ রয়েছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতার (টিফা) প্রস্তাবিত সুযোগগুলো তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে আমার পূর্বাভাস জিজ্ঞাসা করেন আমি আবারো বলি, ভবিষ্যৎটি হবে সোনালি সময়।’
হাইকমিশনার অবশ্য বিশ্বব্যাপী উল্লেখযোগ্য যে চ্যালেঞ্জ রয়েছে যেগুলোকেও মোকাবেলা করা দরকার বলে স্বীকার করেছেন। তিনি বলেন, সেই সোনালি ভবিষ্যতের সুবিধা নিয়ে এক সাথে এমনভাবে কাজ করা দরকার যা এই চ্যালেঞ্জগুলোকে ‘গঠনমূলকভাবে’ মোকাবেলা এবং দেশগুলোর কল্যাণে সহায়তা করে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক : ভবিষ্যতের পূর্বাভাস শীর্ষক ভার্চুয়াল সংলাপে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এ মন্তব্য করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here