দ্রব্যমূল্য বৃদ্ধিরোধের দাবিতে বিক্ষোভ সভা

0
260
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে ৬ অক্টোবর সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকদের অধিকাংশই ক্ষমতায় আসার আর থাকার জন্য মরিয়া হয়ে উঠলেও দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধের জন্য তাদের কোন পদক্ষেপ নেই। নতুনধারার রাজনীতিকেরা গতানুগতিক ক্ষমতালিপ্সুদের মত রাজনীতি না করে আমজনতার কথা মনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধের জন্য একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারা রাজনীতি করে জনতার জন্য, কোন পরিবারকে ক্ষমতায় আনতে বা রাখতে নয়। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, নারায়ণগঞ্জ শাখা সদস্য আফতাব মন্ডল, মো. সালমান প্রমুখ।
নেতৃবৃন্দ এসময় আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের অর্থনীতিকে কারা ধ্বংস করেছে? কারা দুর্নীতিতে এগিয়ে আছে? এসব প্রশ্নের উত্তর কিন্তু জনগণের সামনে আছে। অতএব, বাংলাদেশের জনগণ সেই সকল অপরাধী-দুর্নীতিবাজদেরকে কখনোই ক্ষমা করবে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here