

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকার ধামরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলোর কোন কার্যালয় ধামরাইয়ে নেই। র্শিগ্গিরই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হবে। নতুন কমিটি গঠিত হওয়ার ছয় মাসের মধ্যে নতুন সভাপতি-সেক্রেটারীর কাছে ধামরাই উপজেলা আওয়ামীলীগের (দলীয়) কার্যালয়ের জন্য জোর দাবি জানান ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল আলীম খান সেলিম।
ঢাকার ধামরাইয়ে আওয়ামীলীগের দুই-দুই জন তোখোর নেতা (এমপি) থাকা সত্বেও ধামরাইয়ে উপজেলা আওয়ামীলীগের একটি দলীয় অফিস কেন নেই-এমন প্রশ্ন অনেকেরই। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ধামরাই উপজেলা কৃষকলীগ, ছাত্রলীগের কমিটি নেই, যুবলীগ অসম্পূর্ণ। তিনি এ বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকৃর্ষণ করেন। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, অঙ্গসংগঠণগুলো নিজেরাই সম্মেলন চায় না। তিনি আরও বলেন, ঢাকা জেলার মধ্যে ধামরাইয়ে আওয়ামীলীগ ছিল সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ। কিন্তু চক্রান্ত ও বিরোধিতার কারণে ধামরাইয়ে সেই আওয়ামীলীগ আজ সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত। তবে কোন বিরোধিতা বা চক্রান্ত ধামরাইয়ে আওয়ামীলীগের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। উন্নয়ন চলছে চলবে। তিনি ধামরাইয়ে ৫ বছরে ৫০ বছরের উন্নয়নের প্রতিশ্রুতিকে পুণ:ব্যক্ত করেন। এ সময় তিনি সাবেক এমপি এম এ মালেকের মনোনয়ন প্রাপ্তির ইতিহাস তুলে ধরেন। এ সময় বর্তমান এমপি বেনজীর আহমদ আবেগ বিজড়িত কন্ঠে বলেন, মালেকের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তার কাধে হাত রেখে তিনি বলেছিলেন, তিনি (বেনজীর আহমদ) এমপি হয়েছেন, তার চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু তিনি যেন অসম্মানীত না হন এতটুকুই বেনজীর আহমদের চাওয়া ছিল এম এ মালেক এর কাছে।
সংক্ষিপ্ত হলেও অল্প কথায় অত্যন্ত গুরুত্ব পূর্ণ বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাসুম খান। শুধু মাত্র মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা না বলে বঙ্গবন্ধু আদর্শকে সত্যিকার ভাবে অন্তরে ধারণ করার আহবান জানান তিনি। ওদিকে ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক তার বক্তব্যে বলেন, আমরা সবাই আওয়ামীলীগের হয়ে এক যুগে কাজ করবো। তবে ভাল নেতা না হলে তার সাথে আমরা নেই। বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি এমএ মালেক এর সভাপতিত্বে আমিন মডেল টাউন এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শেষ পর্বে কেক কাটা হয় এবং র্যালী বের করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মাসুম খান, জেলা আওয়ামীলীগ নেতা শফিক আনোয়ার গুলশান, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু প্রমূখ। তবে বর্তমান এমপি বেনজীর আহমদ ও সাবেক এমপি এম এ মালেক কে বহুদিন পর অন্তরঙ্গ পরিবেশে একই মঞ্চে দেখা গেছে। এর আগে দীর্ঘ দিন এই দুই নেতাকে এক মঞ্চে দেখা যায়নি। এ বিষয়ে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষের মন্তব্য হলো যে কারণে সাবেক এমপি মালেক সাহেবের আমলে বেনজীর সাহেবের নাম ব্যানারে দেখা যায়নি বা মঞ্চে দুইজনকে এক সাথে একই মঞ্চে দেখা যায় নি। সেই একই কারণে বর্তমান এমপি বেনজীর সাহেবের আমলেও ব্যানারে মালেক সাহেবের নাম দেখা যায়নি এবং দুই জনকে এক মঞ্চে দেখা যায় নি। তবে ধামরাইয়ে আওয়ামীলীগের মধ্যকার অন্তরদ্বন্দ নিরসনের পথে এগুচ্ছে বলে দৃশ্যমান বর্তমান পরিস্থিতি দেখে মনে করছেন অনেকে। অনেকেই বলছেন ধামরাই আওয়ামীলীগের জন্য এটা একটা শুভ লক্ষণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামূল হক আইয়ুব। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বর্তমান আহবায়ক আহাম্মদ হোসেন, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সূজন সহ সারা উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মীবৃন্দ।
