Daily Gazipur Online

ধামরাই‌য়ে বিএন‌পি’র নতুন ক‌মি‌টি ঘোষণা

ডেইলি গাজীপুর,সংবাদ বিজ্ঞপ্তি: প্রায় ‌ত্রিশ বছর পর ঢাকার ধামরাই‌য়ে মঙ্গলবার শরীফ বা‌গে এক‌টি ম‌হিল‌া মাদ্রাসা মা‌ঠে উপ জেলা বিএন‌পি’র স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এই স‌ম্মেল‌নে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেত্রীবৃন্দ এবং প্রায় ৫ হাজার নেতাকর্মীর উপ‌স্থি‌তি ও সম্ম‌তি‌তে সা‌বেক উপ‌জেলা চেয়ারম্যান ও বি‌এন‌পি’র নির্বাহী ক‌মি‌টির সদস্য অালহাজ্ব ত‌মিজ উদ্দীন‌কে নতুন ক‌মি‌টির সভাপ‌তি এবং মো: শামছুল ইসলাম‌কে সাধারণ সম্পাদক বা‌নি‌য়ে অাং‌শিক ক‌মি‌টি ঘোষনা করা হয় এবং শিঘ্রই‌ ১০১ সদস্য বি‌শিষ্ট পুর্ণাঙ্গ ক‌মি‌টি গঠ‌নের নি‌র্দেশ দেয়া হয়। এর অা‌গে উপ‌জেলা বিএন‌পি’র অাহবায়ক অালহাজ্ব ত‌মিজ উদ্দীন উপ‌জেলার ১৬ টি ইউ‌নিয়‌নে সফল স‌ম্মেল‌নের মাধ্য‌মে ইউ‌নিয়ন ক‌মি‌টিগু‌লো গঠণ ক‌রেন। স‌ম্মেল‌নে সভাপ‌তিত্ব ক‌রেন অালহাজ্ব ত‌মিজ উদ্দীন নি‌জে। প্রধান অ‌তি‌থি ছি‌লেন বিএন‌পি’র জাতীয় স্থায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায়, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জাতীয় ‌নির্বাহী ক‌মি‌টি, বি‌এন‌পি (ঢাকা বিভাগ) এর ২ সহসাংগঠ‌নিক সম্পাদক এ্যাড‌ভো‌কেট অাব্দুস সালাম অাজাদ ও বেনজীর অাহাম্মদ টিটু, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায়। উদ্বোধক ছি‌লেন ঢাকা জেলা বিএন‌পি’র সভাপ‌তি ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন, প্রধান বক্তা ‌ছি‌লেন ঢাকা জেলা বিএন‌পি’ র সাধারণ সম্পাদক খন্দকার অাবু অাশফাক।