

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ধামরাই উপজেলা কৃষকলীগের পুুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন অাহবায়ক কিমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত অাহবায়ক কমিটিতে উপজেলা কৃষকলীগের সদ্যসাবেক সভাপতি সাবেক বালিয়া ইউপি চেয়ারম্যান অাহাম্মদ হোসেনকে অাহবায়ক, সদ্যসাবেক সাধারণ সম্পাদক অা: গণিকে যুগ্ম অাহবায়ক এবং বাংলাদেশ কৃষকলীগের সদস্য বেপারী অালমামুনকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন অাহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্যঘোষিত নয়া কমিটিকে অাগামী ৩ মাসের মধ্যে ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারে কৃষকলীগের এক বর্ধিত সভায় উপজেলা কৃষকলীগের সদ্যসাবেক সভাপতি অাহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাগিরুজ্জামান সাকিব। ঢাকা জেলা কৃষকলীগের অাহবায়ক মোহসিন করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন, ঢাকা জেলা কৃষকলীগের সদস্য সচিব অাহসান হাবিব, ঢাকা জেলা কৃষকলীগের যুগ্ম অাহবায়ক বেপারী অাল মামুন বাবু, উপজেলা কৃষকলীগের সদ্যসাবেক প্রচার সম্পাদক অা: কুদ্দুস সহ ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
