নওগাঁর মান্দায় জাতীয় শোক দিবস পালিত

0
76
728×90 Banner

নওগাঁঁ প্রতিনিধিঃনওগাঁর মান্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালবাসা আর বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মান্দায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৯টায় মান্দা উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৌজা দৌলা বিপল্বের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মান্দা উপজেলা প্রশাসনের পক্ষে থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক মোল্লা, মান্দা প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক্ব লীগ, কৃষক লীগ পুস্পস্তবক অর্পণ করেণ। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here