নওগাঁয় ঈদ উপহার নিয়ে শিশু রাহাদের পাশে ইউএনও ইবনুল আবেদীন

0
8
728×90 Banner

হাবিবুর রহমান,প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ঈদ উপহার নিয়ে শিশু রাহাদের পাশে ইউএনও, মানুষ মানুষের জন্য আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই হলো মহৎ কাজ । আর এমনই কাজ করেছেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। ঈদ মানেই নতুন পোষাক। আর শিশুদের কাছে ঈদে নতুন পোষাক আর জুতার কোন বিকল্প নেই। সম্প্রতি তিনি সংবাদ প্রকাশের পর ১০বছরের ছোট্ট শিশু রাহাদের ইচ্ছে পূরণে ঈদের নতুন জামা উপহার দিয়েছেন। আর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীনের কাছ থেকে পাওয়া নতুন পোশাক শিশু রাহাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।গত ‎বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশু রাহাদের সাথে সাক্ষাতের পর ইদের নতুন পোশাক ও নগদ অর্থ দিয়ে শিশু রাহাদের ইচ্ছে পূরণ করেছেন ইউএনও মো. ইবনুল আবেদীন। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) ‘ইদে নতুন জামা কিনতে চায় শিশু রাহাদ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এমন খবর দৃষ্টিগোচর হলে রাহাদের সাথে যোগাযোগ করেন ইউএনও মো. ইবনুল আবেদীন। ইদের নতুন জামা পেয়ে শিশু রাহাদ উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আমি ভেবেছিলাম এবার ইদের নতুন জামা কিনতে পারবো না। রমজানের শুরু থেকে সামান্য কিছু টাকা জোগাড় করেছিলাম মেসওয়াক বিক্রি করে সেটা খরচ হয়ে যাওয়াতে মন খারাপ ছিল। হঠাৎ জানতে পারলাম ইউএনও স্যার আমাকে ডেকেছেন এবং আমাকে ইদের বাজার ও নতুন জামা কিনে দিবেন এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। স্যারের জন্য অনেক দোয়া করবো। ‎নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, সংবাদটি দেখার পড়ে শিশু রাহাদের সাথে যোগাযোগ করি এবং জানতে পারি তার বাবা অসুস্থ তাই এবার ইদের নতুন জামা কেনা শিশু রাহাদের জন্য অনিশ্চিত। শিশু রাহাদের ইচ্ছের কথা জিজ্ঞেস করলে সে ইদে নতুন পোশাক পড়ার ইচ্ছা প্রকাশ করে। এরপর আজকে অফিসে ডেকে ইদের নতুন জামা পড়ার ইচ্ছা পূরণ করি পাশাপাশি তার বড় ভাই এর ইচ্ছাও পূরণ করি। নগদ কিছু অর্থ দেয়া হয়েছে ইদ বোনাস হিসেবে। আমরা যারা সমাজে সামর্থবান আছি তারা সবাই যদি আমাদের চারপাশে থাকা অসহায় মানুষদের পাশে সামর্থ অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে কোন মানুষই ইদের আনন্দ থেকে বঞ্চিত হতো না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here