Daily Gazipur Online

নতুন অর্থবছরে স্মার্ট কার্ডে হোল্ডিং ট্যাক্স আদায় করবে ডিএসসিসি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ আগামী অর্থবছর শুরু থেকেই স্মার্ট কার্ডের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায় করবে। সেজন্য দেশে প্রথমবারের মতো কোন সিটি কর্পোরেশন প্রায় ১ লাখ ৬২ হাজারের বেশি হোল্ডিংধারীকে আধুনিক প্রযুক্তির স্মাটকার্ড প্রদান করবে। মূলত গ্রাহকরা যাতে ঘরে বসেই ট্যাক্স প্রদান করতে পারে সেজন্যই স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। পাশাপাশি ডিএসসিসি সীমানায় অবস্থিত সকল বাড়ির মালিকের তথ্য জানতে নতুন একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে। আর ডাটাবেজে সকল তথ্য ঠিক থাকলে ওই স্মার্ট কার্ড দিয়ে মাত্র এক মিনিটেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্যাক্স পরিশোধ করা যাবে। গ্রাহক হয়রানি ও দুর্ভোগ কমাতে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ডিএসসিসি ওই পদ্ধতি চালু করছে। ডিএসসিসি সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ডিএসসিসি আগামী পহেলা জুলাই থেকেই ডাটাবেজ ব্যবহার করে স্মার্ট কার্ডের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায় করবে। সেজন্য ৩০ জুনের পর থেকে কোন হোল্ডিংধারীর কাছ থেকে স্মার্টকার্ড ছাড়া সরাসরি হাতে বা কাগজে লিখে বা অন্য কোন পদ্ধতিতে কোন প্রকার হোল্ডিং ট্যাক্স গ্রহণ করা হবে না। বরং বাধ্যতামূলকভাবে প্রতিটি বাড়ির মালিককে স্মার্টকার্ড ব্যবহার করতে হবে। সেজন্য প্রতিটি বাড়ির মালিককে একটি করে ই-হোল্ডিং নাম্বার প্রদান করবে ডিএসসিসি। আর ওই নাম্বার দিয়ে যে কোন স্থান থেকেই হোল্ডিং ট্যাক্স পরিশোধ করা যাবে এবং গ্রাহক তার সকল আপডেট তথ্য দেখতে পারবে। পরীক্ষামূলকভাবে ডিএসসিসি নগর ভবনে গত ২৪ এপ্রিল থেকে ১৫ দিনব্যাপী পৌর কর মেলা ২০১৯ উপলক্ষে মেলায় সরাসরি এসে বাড়ির মালিকগণ হোল্ডিং ট্যাক্স পরিশোধ করলেই তা স্মার্টকার্ড প্রদান করা হয়েছে বিবেচিত হবে।
সূত্র জানায়, মেলা থেকে এখন পর্যন্ত ইতিমধ্যে সংস্থাটির বিভিন্ন জোনের প্রায় ৪ হাজার হোল্ডিংধারীকে হোল্ডিং ট্যাক্স স্মার্টকার্ড প্রদান করা হয়েছে। পরবর্তীতে যে কোন ব্যক্তি সিটি কর্পোরেশনের বাজার শাখায় এসে বা ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র ই-হোল্ডিং নাম্বার দিয়েই ট্যাক্স প্রদান করতে পারবে। অন্য কোন তথ্য প্রয়োজন হবে না। একজন বাড়ির মালিকের শুধুমাত্র ই-হোল্ডিং নাম্বার জানা থাকলেও যে কোন নাগরিক মাত্র এক মিনিটেই বার্ষিক ট্যাক্স পরিশোধ করতে সক্ষম হবেন। ফলে হোল্ডিং ট্যাক্স প্রদানে বাড়ির মালিকদের হয়রানির দীর্ঘ যুগের অভিযোগের অবসান ঘটবে। একই সঙ্গে বর্তমানে সিটি কর্পোরেশনের রাজস্ব শাখার কর্মীদের কাছে হোল্ডিং ট্যাক্স প্রদান করলেও তা মূল বইয়ে বা কর্পোরেশনের কোষাগারে লিপিবদ্ধ না করে তা আত্মসাতের কিছু অভিযোগ পাওয়া যায়। তাতে ট্যাক্স প্রদানকারীকে আর্থিক ক্ষতি ও হয়রানির সম্মুখীন হতে হয়। নতুন নিয়মের ফলে তা থেকেও হোল্ডিংধারীদের মুক্তি মিলবে। বর্তমান নিয়মে স্মার্টকার্ড দিয়ে ট্যাক্স পরিশোধ করতে ডিএসসিসি কর্তৃপক্ষ মোবাইল ব্যাংকিংয়ের জন্য ডাচ্-বাংলা ব্যাংক ও বিকাশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। তাছাড়া যে কোন ব্যক্তি ডাচ্-বাংলা ব্যাংকে বা বুথে গিয়েও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন। চুক্তি অনুযায়ী যে কোন নাগরিক ট্যাক্স প্রদান করতে ইন্টারনেটে তথ্য জেনে দুটি কোম্পানির যে কোন রিচার্জ পয়েন্টে গিয়ে ই-হোল্ডিং নাম্বার অনুযায়ী অর্থ পরিশোধ করলেই সঙ্গে সঙ্গে হোল্ডিংধারীর দেয়া নাম্বারে প্রাপ্তি নিশ্চিতকরণের মেসেজে চলে আসবে। একই তথ্য ডিএসসিসি কর্তৃপক্ষের কাছেও বকেয়া পরিশোধ হয়েছে মর্মে মেসেজ চলে যাবে।
সূত্র আরো জানায়, চলতি অর্থবছরে প্রত্যেক হোল্ডিংধারীকে ট্যাক্স বইয়ে একটি করে ই-হোল্ডিং নাম্বার দেয়া হয়েছে। ডাটাবেজ তৈরি করতে সংস্থাটির পক্ষ থেকে আগামী ১৫ জুনের মধ্যে প্রতিটি বাড়ির মালিককে সকল তথ্য প্রদান করতে অনুরোধ করতে বলা হয়েছে। ডিএসসিসির ৫টি জোনে বাড়ির মালিকদের তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করতে সংস্থাটির রাজস্ব শাখার কর্মীদের ইতোমধ্যেই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অপরদিকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডিএসসিসির সুপারভাইজারগণ গ্রাহকের তথ্য সংগ্রহ করবে। তাছাড়া যে কেউ চাইলে সংস্থার জোনাল অফিসে এসেই বাড়ির স্মার্টকার্ড পেতে যাবতীয় তথ্য প্রদান করতে পারবেন। কোন ব্যক্তিকে স্মার্টকার্ড পেতে হলে বাধ্যতামূলকভাবে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বারসহ ই-মেইল আইডি প্রদান করতে হবে। বাড়ির মালিক থেকে এসব তথ্য নিয়ে আগামী ৯ জুন থেকে প্রতিটি জোনের অফিসে ডাটাবেজ তৈরির কার্যক্রম শুরু করা হবে। আর সকল তথ্য সন্নিবেশিত করার পর আগামী ১ জুলাই থেকে গ্রাহকদের স্মার্টকার্ড প্রদান করে হোল্ডিং ট্যাক্স গ্রহণ ও প্রদান কার্যক্রম শুরু করবে ডিএসসিসি।
এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্র্তা ইউসুফ আলী সরদার জানান, এখন থেকে আর কাগুজে বইয়ে হোল্ডিং ট্যাক্স জমা নেয়া হবে না। একই সাথে তিনি উদ্যোগটির সফল বাস্তবায়নে সকল বাড়ির মালিককে তথ্য দিয়ে ও সময়মতো হোল্ডিং কর পরিশোধের অনুরোধ জানান।