
ডেইলি গাজীপুর বিনোদন: নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, কাজী হায়াৎ স্যারের ‘বীর’ ছবিতে সামনে কাজ শুরু করবো। এ ছবিতেও দর্শকরা আমাকে ভিন্ন চরিত্রে দেখতে পাবেন। তবে এই চরিত্রে ক্যামেরার সামনে আসার আগে আমি চরিত্রটি নিয়ে ভাবছি। তা কীভাবে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। যখন গল্পটি শুনেছি তখনই ভালো লেগেছিল। কাজী হায়াৎ আমাদের দেশের একজন গুণী নির্মাতা। আশা করি, এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরাও উপভোগ করবেন।
‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। আরো রয়েছেন জাহারা মিতু। এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও এমডি ইকবাল। এরইমধ্যে এ ছবির কাজ এফডিসিতে শুরু হয়েছে। ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু ও শিশুশিল্পী সুনান।
