
মোঃ বায়েজীদ হোসেন : বাংলাদেশে বিভিন্ন নদী দখল করছে শক্তিশালী ও সম্পদশালী লোকজন। তারা উন্নয়নের নামে এসব করছে। উন্নয়নের নামে নদী দখল করা যাবে না। এসব দখল রোধ করতে হবে। নদী শুধু দখলই হচ্ছে না, দুষনও হচ্ছে। নদী হচ্ছে মাদার লিভিং কিং বা প্রধান জীবন্ত সত্বা। নদী না বাচলে প্রকৃতি বাচবে না, কোন কিছুই বাচবে না। দখল ও দূষন থেকে নদীকে বাঁচাতে হলে পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন করতে হবে। নদীকে সঠিকভাবে রক্ষা করতে না পারলে ভবিষ্যত প্রজন্ম বাচবে না। তিনি বলেন, একজন সু-নাগরিকের দায়িত্ব হচ্ছে নদী পথকে স্বচল রাখা। নদীর যে দখল, দূষণ এবং দুরাবস্থা আজ এর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজ থেকে ৬০-৭০ বছর আগে আমাদের নদী যে অবস্থায় ছিলো এবং যেমন ছিলো, সিএস পর্চায় হাইকোর্ট বলছে নদী যেই খানে ছিলো আমি আমার সিমানা সেখানে পেতে চাই। গাজীপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শহীদ আহসান উল্লাহ মাষ্টার মিলনায়তনে নদী বিষয়ক বিশেষ পাঠচক্র ‘এসো নদীর গল্প শুনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, নদীর অবস্থা এমনিই যে, একজন সাধারণ মানুষ তিনি যদি বিবেক সম্পন্ন হন, তিনি যদি উত্তেজিত না হন এবং এটি যারা করেছে (নদী দখল-দূষণকারী) তিনি যদি মনে না করেন সেই লোকগুলোকে আমরা শায়েস্তা করবো তাদের বিরুদ্ধে দাঁড়াবো, তাহলে আমি মনে করবো তিনি মানুষ নন। অন্তত পক্ষে বাংলাদেশের এ অবস্থা দেখে আমি মনে করবো তিনি সু-নাগরীক নন। কাজেই প্রত্যেকটি মানুষকে নদী রক্ষায় এগিয়ে আসতে হবে। যারা দখল-দূষণ করছে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাড়াঁতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, গাজীপুর জেলা নদী রক্ষা কমিটি ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান। বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি ও প্রধান গবেষক মো: মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো: মুজিবুর রহমান কাজল, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুস সালাম সরকার, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অসিম বিভাকর, পিটিআই এর সহকারী তত্ববধায়ক হাসিনা আফরিন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকটি স্কুলের উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে নদী বিষয়ক কুইজে বিজয়ীদের মেডেল প্রদান করা হয়। এছাড়া বক্তারা শিক্ষার্থীসহ সকলের মাঝে নদী রক্ষায় বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য রাখেন।
