
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি চরে সোমবার সন্ধ্যায় (১০জানুয়ারি) কৃষি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলনের সময় নবীনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী দুইজনকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃতরা এই মর্মে জিম্মা প্রদান করেন যে আর কখনো অবৈধভাবে মাটি উত্তোলন করবে না। অভিযান পরিচালনায় সহযোগীতা করেন বড়িকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ।
নবীনগর সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারফ হোসাইন বলেন, যেখানে অবৈধ কাজ হবে সেখানে এ অভিযান অব্যাহত থাকবে।
