
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউজিডিপি ও জাইকা এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উন্নয়ন কমিটির বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে
কিশোরী শিক্ষার্থীদের বয়ঃসন্ধিমূলক সচেতনতা বৃদ্ধিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু মুছা, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, ইউডিএফ আতাউর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইসরাত জাহান খিলজী ও আকিফা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের সি এ মোহাম্মদ মোছাদ্দেক হোসাইন। এতে মাদ্রাসার ১৫০ জন কিশোরী এ কর্মশালায় অংশ নেয়।
