
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী পারাপারের সময় বালুবাহী বলগেটের ধাক্কায় নৌকা ডুবে অসিম চন্দ্র আশ্চর্য (৩৫) নামের এক নিখোজ যুবকের লাশ আজ রবিবার উদ্ধার করেছে পুলিশ । তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। নিখোঁজ অসিম উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন মনিপুর গ্রামের মৃত গোপী চন্দ্র আচার্য্যের ছোট ছেলে।
জানা যায়, গত শনিবার (৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার মনিপুর এলাকায় তিতাস নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। অসিম চন্দ্র আচার্য্য মনিপুর থেকে ছোট নৌকা করে গোসাইপুর বাজারে যাচ্ছিলেন। পথে বালুবাহী বলগেটের ধাক্কায় তার ছোট নৌকাটি পানিতে তলিয়ে যায়। নেপাল সরকার নামে আরও একজন যাত্রী ছিলেন।নেপাল সরকার সাঁতার কেটে তীর উঠে আসতে পারলেও অসিমকে খুঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার পর খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর নবীনগর ও ব্রাহ্মণবাড়িয়া সদরের দমকল বাহিনীর সদস্যরা রাত সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে উদ্ধার করা পারেনি। রবিবার সকালে লাশটি নদীতে ভেসে উঠতে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নিখোঁজ অসীমকে তিতাস নদীর মনিপুর এলাকা থেকে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় লাশটিকে উদ্ধার করা হয়েছে।
