নবীনগরে নতুন ১৬ জনসহ মোট ২৬৫ জন করোনা শনাক্ত

0
190
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।এ পর্যন্ত নতুন করে ১৬ জন করোনা আক্রান্তসহ মোট ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্তরা হলেন, স্বাস্থ্য সহকারী–১, কৃষি, ইসলামী ও অগ্রণী ব্যাংকে ৩, শ্যামগ্রামে– ১, পদ্মপাড়ায়– ১, পশ্চিমপাড়ায়– ১, কলেজপাড়ায় –১, কনিকাড়ায় – ১, ভোলাচং এ– ১, ইব্রাহিমপুরে– ১, টিএন্ডটিপাড়ায়-১, মহেশপুরে– ২, কোর্টরোডে– ১ এবং মিরপুরে– ১ জন।
এ নিয়ে নবীনগরে আইসোলেশনে আছেন ১৩৮ জন, সুস্থ হয়েছেন ১০৫ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ জন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here