মো. আমজাদ হোসেন, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর তিতাস নদীতে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) নৌযানের উপর মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এ সময় নৌপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে নৌযানে জীবন রক্ষাকারী বিভিন্ন সরঞ্জাম না থাকায় এবং নৌযানে অতিরিক্ত যাত্রী উঠানোর অভিযোগে দুইটি মামলায় দুই নৌযানকে ১ হাজার ৫ শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ আইনের ধারা মোতাবেক এর জরিমানা করা হয়। এছাড়াও তিতাস নদীতে নৌকাযোগে সাউন্ডবক্স বাজিয়ে উচ্চস্বরে গান বাজনা করার অপরাধে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর আলোকে ০২ টি মামলায় দুইটি নৌযানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন। অভিযানকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট নৌযানের মালিকদের ও যাত্রীদের সচেতন করাসহ নৌপথে চলাচল করার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করেন।
নবীনগরে নৌযানে মোবাইলকোর্টে জরিমানা
