Daily Gazipur Online

নবীনগরে বজ্রপাতে যুবক নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে আপেল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আপেল ওই গ্রামের উরমুজ আলীর ছেলে।
নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বারী বলেন, আপেল জমিতে ধান কাটার কাজ করছিলেন। পরে সন্ধ্যার দিকে ক্ষেত থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।