
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সংক্ষিত আকারে বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার(১৬ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও জাতির পিতার সপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন, পৌর মেয়র শিব সংকর দাস, সহকারি পুলিশ সুপার নবীনগর সার্কেল মকবুল হোসেন,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলী রহমান, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, সাবেক ডেপুটি কমান্ডার সামছুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামছুল ইসলাম শাহান, বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম লালু প্রেসক্ললাব সভাপতি মাহাবুব আলম লিটন,সাংবাদিক সঞ্জয় সাহা প্রমূখ।
