নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুরে আলামিন সরকার(৩০) নামে এক মাদক সেবনাকারিকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শ্রীরামপুর শিবির এলাকায় মাদক সেবন অবস্থায় ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আলামিন গোপালপুর গ্রামের ফজলু সরকারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান জানান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নবীনগরে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
