
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নবীনগর উপজেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে স্বাস্থ্য পরিদর্শক সহকারি, স্বাস্থ্য পরিদর্শক সমন্বয়ে নিয়োগবিধি সমন্বয়সহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে লাগাতার কর্মবিরতি পালন করে আসছে।
ফলে শিশুদের টিকাদান কর্মসূচির ব্যাঘাত সৃষ্টি হচ্ছে,এ ব্যাপারে হাসপাতালের টিএইচও ডাঃ হাবিবুর রহমান বলেন,টিকাদান কর্মসূচী যাতে ব্যাহত না হয় সেজন্য সদর এ হাসপতালে টিকাদানের ব্যবস্থা করা করা হয়েছে।
আজ রবিবার(০৬/১২)অবস্থান কর্মবিরতির ১১তম দিনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রকিব উদ্দিন খান। বক্তব্য রাখেন,শফিকুল ইসলাম,আমিনুল হক, হুমায়ুন কবির, মোসলেমা বেগম,ইলিয়াস জাবেদ, ফারজানা সুমি. লোকমান হোসেন, শরিফা বেগম, আইনুদ্দিন,মেরাজুল হক খান, মাহবুবুর রহমান জুয়েল ,শারমিন সুলতানা, জুনায়েদ আহম্মেদ প্রমূখ।
