
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার (১৮ জুলাই) পৌরসদরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব লঙ্ঘনের দায়ে পৃথক ২টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন পথচারীকে ২ হাজার ৮ শ’ টাকা জরিমানা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।এ সময় নবীনগর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
