
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ বাজারে গত মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে পৃথক ৪ টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন পথচারীকে ৪ হাজার ৫ শত পঞ্চাশ টাকা জরিমানা ও জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। এ সময় সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মামুন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান জনসাধারণকে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।
