

মোঃ আতিকুল্লাহ : টঙ্গীর হোসেন মার্কেট এলাকার নগর আঙ্গিনা মার্কেট প্রাঙ্গণে নবগঠিত হোসেন মার্কেট পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা গত শনিবার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব গঠিত হোসেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন নিজামী। উক্ত অভিষেক ও পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২,৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর কেয়া শারমিন, এফবিসিসিআই এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন নুরানী এবং অফিসার ইনচার্জ শাহ আলম মোল্লা। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক এম শাহীন আলমের সঞ্চালিত অনুষ্ঠানে হোসেন মার্কেট এলাকার বিভিন্ন ব্যবসায়ী সদস্যবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন। উক্ত নবগঠিত হোসেন মার্কেট পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন নিজামী তার বক্তব্যে বলেন, হোসেন মার্কেট এলাকার সকল ব্যবসায়ী এবং জনসাধারনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করনে আমি আমার নিজ অর্থায়নে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব এবং পশ্চিম পাশে দুটি ওয়াচ টাওয়ার নির্মাণ করে দিব ,যাতে করে এই ওয়াচ টাওয়ার থেকে সমস্থ অপরাধ কার্যক্রম সহজ ভাবে অবলোকন করা যায়। তিনি তার বক্তব্যে আরও বলেন অপরাধীদের গতিবিধি এবং তাদের সনাক্তকরণ কাজ সহজ করার জন্য হোসেন মার্কেট পরিচালনা কমিটির এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের একটি পরিকল্পনা আমাদের পরিচালনা কমিটির আছে। ব্যবসায়িক কার্যক্রম সুষ্টু , সুন্দ এবং নিরাপদে পরিচালনা করার জন্য যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা অতীব জরুরি বলে মনে করি, আমরা সেই সকল কার্যক্রম অবশ্যই বাস্তবায়ন করব ইনশা আল্লাহ। জনাব মনির হোসেন নিজামী বলেন আমাকে এই হোসেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।
