

নরসিংদী থেকে হলধর দাস : নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেছেন, দৈনিক ইত্তেফাক জনগণের সীমাহীন ভালবাসাই দীর্ঘ পথ চলার প্রেরণা যোগিয়েছে। ইত্তেফাক তার প্রতিষ্ঠাকাল থেকেই সময়ের দাবী মিটিয়ে এসেছে। জন্মলগ্ন থেকেই ইত্তেফাক বাংলাদেশকে স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সোচ্চার ভূমিকা রেখেছে। যাদের ত্যাগ, পরামর্শ ও ভাল বাসায় দৈনিক ইত্তেফাক এখনো মানুষের কল্যানে ভূমিকা পালন করে যাচ্ছে। রবীন্দ্রনাথ-বঙ্গবন্ধু-মানিক মিয়া-ইত্তেফাক একই সূত্রে গাথা। ইত্তেফাকের কোনো তুলনাই হয়না। তিনি শুক্রবার সন্ধ্যায় দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নরসিংদী প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পরে আমন্ত্রিত অতিথি ও স্থানীয় সাংবাদিকরা কেক কেটে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
দৈনিক ইত্তেফাকের নরসিংদী জেলা প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আইয়ুব খান মন্টু, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক পলাশ, কোষাধ্যক্ষ মো: জয়নুল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সাংবাদিক এটিএম মোস্তফা বাবর, প্রীতিরঞ্জন সাহা, সোহেল এস হোসেন, আকরাম হোসেন, তোফায়েল আহমেদ স্বপন, ইত্তেফাকের রায়পুরা সংবাদদাতা মো: মোস্তফা খান, শিবপুর সংবাদদাতা আনোয়ার হোসেন স্বপন, নরসিংদী শহর স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী, সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত সাহা, বিশিষ্ট সমাজ সেবক সুপদ সাহা, দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম আনন্দ বিনোদন সারাদেশ নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক তারেক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক হলধর দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের শীতের পিঠা পুলিতে আপ্যায়িত করা হয়।
